itel P55+ launched in Bangladesh with 45W Fast Charge with 256GB Large Storage
- Gadget Velly
- Mar 26, 2024
- 1 min read
Updated: Mar 27, 2024
Itel বাংলাদেশের মার্কেটে ২০২৪ এ এসে একের পর এক চমক দেখাচ্ছে। কম দামে ভালো মানের স্মার্টফোন অর্থাৎ গ্রাহকের বাজেট বান্ধব স্মার্টফোন দেয়ার চেষ্টা করে চলেছে এই ব্যান্ডটি। তারই ধারাবাহিকতায় P সিরিজের itel P55 এর পর লঞ্চ করল itel P55 Plus।
Itel P55+ এসেছে Royal Green এবং Galaxy Blue দুটি কালার ভ্যারিয়েন্টে।

itel P55+ Key Features
6.6'' Punch-hole 90Hz ডিসপ্লে ব্যবহার হয়েছে।
45W টাইপ C ফাস্ট চার্জার সাথে 5000mAh ব্যাটারি।
256GB ROM এবং 8GB RAM এর সাথে আরও 8GB বৃদ্ধির সুযোগ রয়েছে। সর্বমোট 16GB RAM এর সুবিধা থাকছে। আরও দুটি ভ্যারিয়েন্ট রয়েছে, যা পর্যায়ক্রমে বাজারে আসবে।
সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক রয়েছে।
50MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
পারফরম্যান্স প্রদানে T606 অক্টা কোর প্রসেসর এবং GPU হিসেবে Mali G57 রয়েছে।
Android™ 13 অপারেটিং সিস্টেমে itel P55 Plus রান করছে।
itel P55 plus price in Bangladesh
- 16GB+256GB - ৳১৪,৪৯০ (*ভ্যাট প্রযোজ্য)
itel P55 plus সম্পর্কে আরও জানতে ভিজিট করুনঃ Click me