গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গেল Sony Xperia 1 VI মডেল। চলুন জেনে নেয়া যাক এর বিস্তারিত স্পেসিফিকেশন এবং বাজার মূল্য।
Sony Xperia 1 VI Specifications Detals
6.5- ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের ওলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং সাথে 120Hz এর রিফ্রেশ রেট।
পারফরম্যান্স প্রদানে কোয়ালকমের শক্তিশালী Snapdragon 8 Gen 3 ব্যবহার হয়েছে। Android 14 অপারেটিং সিস্টেমে রান করছে ডিভাইসটি। কোম্পানির দেয়া তথ্য অনুযায়ী, এতে ৩ বছর OS আপডেট এবং ৪ বছর সিকিউরিটি আপডেট দেয়া হবে।
ডিভাইসটি 12/16GB LPDDR5x RAM এবং৷ 256/512GB স্টোরেজ ভ্যারিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে।
ক্যামেরায় ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রধান ক্যামেরা 48MP OIS, 12MP Telephoto সাথে Periscope Zoom 7.1x অপরটি 12MP Ultra Wide ক্যামেরা এবং 12MP সেলফি ক্যামেরা সেন্সর রয়েছে।
5000mAh এর দীর্ঘস্থায়ী ব্যাটারীর সাথে 30W এর ফাস্ট চার্জার দেয়া হয়েছে।
5G নেটওয়ার্কের কানেক্টিভিটি প্রদানের পাশাপাশি সিকিউরিটি প্রদানে রয়েছে সাইড ফিংগারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক সুবিধা।
পানি এবং ধুলাবালি হতে সুরক্ষা প্রদানে রয়েছে IP65/IP68 প্রটেকশন রেটিং। ডিভাইসটির থিকনেস 8.2মি.মি এবং ওজন মাত্র 192 গ্রাম।
তিনটি কালারে মার্কেটে পাওয়া যাবে - Black, Platinum Silver, Red, and Khaki Green
Sony Xperia 1 VI Price in Global
Sony Xperia 1 VI মূল্য শুরু হয়েছে €1,399, £1,299 ( ~ BDT 176,999).
Sony Xperia 1 VI সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুনঃ Sony Xperia 1VI Details