১লা এপ্রিল ২০২৪ ভারতে লঞ্চ হয়ে গেলো OnePlus এর জনপ্রিয় Nord সিরিজের একটি স্মার্টফোন OnePlus Nord CE4 5G।

OnePlus Nord CE4 Specification Details
OnePlus Nord CE4 5G তে 6.67 ইঞ্চির একটি এমোলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার হয়েছে। ডিভাইসটিতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট এবং ডিসপ্লের আলোর স্বল্পতা দূরীকরণে পিক ব্রাইটনেস রয়েছে 1100nits, ফলে ঘরে বা বাইরে ফিজিবিলিটি নিয়ে কোন সমস্যা হবে না।
পারফরম্যান্স প্রদানের জন্য OnePlus Nord CE4 এ দেয়া হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন কোয়ালকমের Snapdragon 7 Gen 3 চিপসেট। মেমোরির জন্য রয়েছে পর্যাপ্ত জায়গা। যেখানে 8GB RAM এর পাশাপাশি আরও 8GB ভার্চুয়াল RAM বৃদ্ধির সুবিধা রয়েছে। OnePlus Nord CE4 বর্তমানে 128GB এবং 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ডিভাইসটিতে UFS 3.1 স্টোরেজ টাইপ ব্যবহার হওয়ার এর ওভারঅল পারফরম্যান্স যথেষ্ট ভালো হয়েছে।
ফটোগ্রাফারদের জন্য এই স্মার্টফোনটিতে ব্যাকে ব্যবহার হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ ৷ যার মেইন ক্যামেরা 50MP Sony LYP-600 সাথে OIS রয়েছে এবং অপরটি 8MP এর IMX355 আল্ট্রা ওয়াইড ক্যামেরা। ফ্রন্টে ব্যবহার হয়েছে 16MP এর সেলফি সুটার।
5500mAh ব্যাটারির সাথে 100 ওয়াটের সুপার ফাস্ট চার্জার রয়েছে। ডিভাইসটি রান করছে Android 14 অপারেটিং সিস্টেমে।
সিকিউরিটির নিশ্চয়তা প্রদানে রয়েছে In Display Fingerprint সেন্সর এবং ফেস আনলক সুবিধা।
ডুয়েল স্পিকার সাথে শক্তিশালী কানেকশন প্রদানে রয়েছে WiFi 6 এবং Bluetooth 5.3 ভার্সন।
ধুলাবালি এবং জলের ছিটেফোঁটায় ডিভাইসটি প্রটেক্ট করার জন্য রয়েছে IP54 রেটিং।
ডিভাইসটির থিকনেস মাত্র 8.4mm এবং ওজন মাত্র 186 গ্রাম।
Oneplus Nord CE4 বর্তমানে দুটি কালারে পাওয়া যাবে- একটি Dark Chrome এবং অপরটি Celadon Marble।
OnePlus Nord CE 4 price in India
- 8GB+128GB: Rs 24,999
- 8GB+256GB: Rs 26,999